নিজস্ব প্রতিনিধি
আজ বিকেল চারটায় কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরের কু্ষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ভবনের সাংবাদিক ফারুক আহমেদ পিনু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাব এর নির্বাহী কমিটির সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি শেখ হাসান বেলাল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাহিদ হাসান তিতাস এর সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন- কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি কবি রাশেদুল ইসলাম বিপ্লব,বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সহ-সভাপতি জামিল হাসান খোকন,সাধারণ সম্পাদক সোহেল রানা। সভায় কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রত্যেক উপজেলায় একটি করে উপজেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। তাছাড়া বিভিন্ন নতুন শাখা কমিটি নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়ন,ব্লাড ব্যাংক গঠন সহ সদস্যদের সাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরন,বৃক্ষরোপণ কর্মসুচী পালনের মতো সামাজিক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাব এর নির্বাহী কমিটিকে শক্তিশালীকরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।