কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা আজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক হাসলাম হোসেন বলেন, করোনার কোন সীমানা নেই বাতাসে ও বিমানের মাধ্যমে বিভিন্নভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। করোনার দ্বিতীয় ধাপে আগামীতে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে ধারণা করছি। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন করোনার শুরুতে আমরা যে আগাম প্রস্তুতি নিয়েছিলাম, দ্বিতীয় ধাপের আগেও আমরা সেই প্রস্তুতি গ্রহণ করব ইনশাল্লাহ।
এ ব্যাপারে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোন কাস্টমার মাস্ক না পড়ে দোকানে ঢুকলে তাদের কাছে পণ্য বিক্রয় করবেন না এবং দোকানে প্রবেশ করতেও দিবেন না। সেই সাথে পরিবহন মালিকদের প্রতি আহবান জানিয়ে বলেন কোনো যাত্রী যেন মাক্স বিহীন গাড়িতে উঠতে না পারে বর্তমানে মাক্স একটি অপরিহার্য উপাদান হয়ে উঠেছে।
করোনা প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, সিভিল সার্জন আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুৎফুন্নাহার, জেলা তথ্য কর্মকর্তা তহিদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, কুষ্টিয়া সদর হাসপাতালের সহকারী পরিচালক নুরুন্নাহার।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।