এম.এবি ছিদ্দিক, নোয়াখালী প্রতিনিধি :
“মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া-কালিকাপুর গ্রামীণ সড়ক মাসিক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ( এলজিইডি) আয়োজিত অনুষ্ঠানে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল বৃহস্পতিবার বেলা ১১টায় এ সংস্কার কাজের উদ্ভোধন করেন। এ সময় তিনি বলেন, সারাদেশে একযোগে গ্রামীন সড়ক উন্নয়নের কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে সড়ক সংস্কারের পাশাপাশি গ্রামীন নারীদের অর্থনৈতিক উন্নতি এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে।
উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী জানান, জাতীর পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রামীন সড়ক সংস্কার কাজের কার্যক্রম গ্রহন করা হয়ছে। এর মাধ্যমে গ্রামীন আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক যোগযোগ ব্যবস্থা উন্নয়েন মাধ্যমে দেশের অর্থনীতি আরও বেগবান হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপসহকারী প্রকৌশলী নজীর আহম্মেদ, কার্যসহকারী আশিকুর রহমান, খোরশেদ আলম, নজরুল ইসলাম, দলনেতা জাহানারা, অর্থসম্পদক নাসিমা প্রমূখ।