এম,এবি ছিদ্দিক, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক তরুণীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এক বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
উপজেলার দেওটি ইউপির নান্দিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বখাটে ইয়াসিন আরাফাত বাড়িওয়ালার আকরাম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার ঐ তরুণী তার রিক্সাচালক ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে আসে। গতকাল (১লা অক্টোব) রাতে বাড়ীওয়ালার আকরাম উদ্দিনের বখাটে ছেলে ইয়াসিন আরাফাত তরুনীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা কর। এসময় তরুনীর চিৎকারে আশপাশের লোকজন এসে বিবস্ত্র অবস্থায় হাতে নাতে তাকে আটক করে । পরে খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ বখাটেকে থানায় নিয়ে আসে।
এই ঘটনায় ভিকটিম নিজে বাদি হয়ে শুক্রবার ধর্ষণের চেষ্টায় ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন ( যার নং- ০২, তারিখ- ২রা অক্টোব) দায়ের করেন।
এ বিষয় সোনাইমুড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষা নোয়াখালী জেনারেল হাসপাতালে করা হয়েছে ও আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।