সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরের শার্শা থেকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।এ ঘটনায় সাগর হোসেন (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।বৃহস্পতিবার রাতে শার্শা থানাধীন গোড়পাড়া বাজারের নিজামপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।আটক সাগর উপজেলার উওর বুরুজবাগান গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই)মোহাম্মদ এজাজুর রহমান, (এএসআই) মিরাজুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোড়পাড়া বাজারস্থ নিজামপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় ঢাকা (মেট্রো-গ ১২-৬৭৯৮) নাম্বারের একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ১৯৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।এ ঘটনায় মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেট কারসহ সাগর হোসেনকে আটক করা হয়।
এ ব্যাপারে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই)মোহাম্মদ এজাজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।