মোঃ চাঁদ আলী, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার বিট পুলিশিং এর উদ্বোধন করা হয়েছে। পৌরসভার ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের কুষ্টিয়া মডেল থানার এসআই (নিঃ) মোঃ গোলাম রসূল
বিট অফিসার হিসেবে দায়িত্ব দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।
রবিবার ৪ টায় কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদারে সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়া পৌরসভায় বিট পুলিশিং এর উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন ও সভাপতিত্ব করেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ময়েন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক মুক্তির বার্তা প্রকাশক ও সম্পাদক ও কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ চাঁদ আলী, কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড পুলিশিং ফোরামে দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আলিম, বেলাল হোসেন।
সাংবাদিকসহ বিভিন্ন নেতাকর্মী ও শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতি তার বক্তব্য বলেন, অপরাধ দমন এবং পুলিশী সেবা বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগন দ্রুত যেন পুলিশি সেবা পায় এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এটি চালু করা হয়েছে।