নিজস্ব প্রতিনিধি
্যা্যা্যা্যা্যা্যা্য্যা্
কুষ্টিয়ায় র্যাবের বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র্যাব সুত্র জানায়,র্যাব ১২ সিরাজগঞ্জ হেডকোয়ার্টারের অধিনায়ক লেপটেনেল কর্নেল খাইরুল ইসলামের দিক নির্দেশনা মোতাবেক র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর
গাফফার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০৬ অক্টোবর ২০২০ ইং তারিখ দুপুর ২.৩০ মিনিটের সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মহিষকুন্ডি বাজার হতে ঘোনাপাড়া মোড়গামী জৈনক মোঃ যুগল হোসেন এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
আসামী ১। মোঃ বাহাদুর (২৬), পিতা
মোঃ রফিকুল ইসলাম, সাং-মহিষকুন্ডি (মাঠপাড়া), ২। মোঃ মারুফ (২০), পিতা-মোঃ মিলন হোসেন, সাং-মহিষকুন্ডি (সোরাবের ঘোনা), উভয় থানা-
দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়’কে ৪০ বোতল ফেন্সিডিল
০২ টিমোবাইল ফোন ০২টি সীমকার্ড ও নগদ-১১০০/- টাকা সহ ২ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়
একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।