এম,এবি ছিদ্দিক, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ীতে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে সোনাইমুড়ী পৌর শহরের কলেজ রোডস্থ এলাকার অল-স্কয়ার হাসপাতালে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুর পিতা সামসুল আলম বাদী হয়ে ৫ অক্টোবর সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার দিবাগত রাতে হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিনকে আটক করেছে থানা পুলিশ।
অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বাচাাইরগাঁও গ্রামের সামসুল আলমের নয় মাসের অন্তস্বত্বা স্ত্রী নয়ন মনিকে প্রসব ব্যাথা দেখা দিলে গত ১লা অক্টোবর রাত ১:০০ টার দিকে সোনাইমুড়ী অল-স্কয়ার হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর কর্তব্যরত ডাক্তার তার স্ত্রীর শারীরিক পরিক্ষা-নিরীক্ষা করে রক্তস্বল্পতা রহিয়াছে বলে জানান। প্যাথলজিষ্ট মোহাম্মদ রাসেল রক্তের গ্রুপ নির্ণয় করে বি পজিটিভ রিপোর্ট দেয়। সে মতে রক্তের ব্যবস্থা করা হয়। শরীরে রক্ত দেওয়ার কিছুক্ষণ পর তার স্ত্রী নয়ন মনি চিৎকার শুরু করেন, এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়েন। পুনরায় আবার আরেক ব্যাগ রক্ত দেওয়ার পর অবস্থার অবনতি ও জরায়ুতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এমতাবস্থায় কর্তব্যরত ডাক্তার নয়ন মনিকে উন্নত চিকিৎসার জন্য মাইজদী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানকার ডাক্তার নয়ন মনির পরিক্ষা-নিরিক্ষা করে তার রক্তের গ্রুপ এ পজিটিভ বলে জানায়। ডাক্তার আরও জানায়, ভুল চিকিৎসায় নয়ন মনি ও তার শিশুটির অবস্থার অবনতি হয় এবং সে কারণে শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় নয়ন মনির স্বামী ও মৃত শিশুটির বাবা সামসুল আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে হাসপাতালটির ব্যাবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, শিশু মৃত্যু ঘটনায় থানায় মামলা হয়েছে। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব উদ্দিনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।
ওই