নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ার সাংস্কৃতি ও উন্নয়ন মনোস্ক জেলা প্রশাসক মোঃ আসলাম
হোসেন ঐতিহাসিক কালেক্টরেট চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ভাস্কর্য নির্মানের পর থেকে স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপি
ঘরানার কতিপয় ব্যক্তি অব্যাহত ভাবে মিথ্যাচার, প্রপাকান্ডা ছড়াচ্ছে।
কুমারখালীর গড়াই নদীর পাড়ে বাঘা যতীন পার্ক নির্মানের সময় মিথ্যা ও
ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। যাতে বৃটিশ বিরোধী এই বিপ্লবী বীরের নামে
স্থাপনাটি নির্মান না হতে পারে সেই চক্রান্তে। মুক্তিযুদ্ধের স্মৃতি
বিজড়িত কালেক্টরেট চত্বরে যেখানে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন
হয়েছিলো সেই ঐতিহাসিক জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
ভাস্কর্য নির্মান করে স্বাধীনতার সূর্যোদয়ের জেলা কুষ্টিয়াকে মহিমান্বিত
করেছেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। আর এই ভাস্কর্য নির্মানের পর থেকেই
তাঁর পিছু নিয়েছে স্বাধীনতা বিরোধী কুচক্রীমহল। তারা নানা অজুহাতে অসত্য
ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারনা চালাচ্ছে। ব্যক্তিগত ফায়দা লুটতে না পেরে
তারা চেতনায় আঘাত হানছে প্রতিনিয়ত। সম্প্রতি কুষ্টিয়ার জেলা প্রশাসনে
একেবারেই নিম্ন শ্রেণীর পদে কিছু সংখ্যক কর্মচারী নিয়োগ হয়। নিয়োগ
প্রাপ্ত কর্মচারীদের মধ্যে আনন্দ এবং তাদের পরিবারে হাসি ফুটেছে। জেলা
প্রশাসক মোঃ আসলাম হোসেনের নিকট তাদের কৃতজ্ঞতার শেষ নেই। অথচ কুচক্রীমহল
এখন পর্যন্ত মিথ্যাচার করছে টাকার বিনিময়ে চাকরি হয়েছে বলে। এখন পর্যন্ত
কোন নিয়োগ প্রাপ্ত ব্যক্তি, চাকুরিতে অংশ গ্রহণকারী ব্যক্তিদের এবং
চাকুরি প্রত্যাশিদের মধ্যে জেলা প্রশাসকের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ
নেই। আর অর্থনৈতিক অভিযোগ তো একেবারেই নেই। চাকুরিপ্রাপ্ত এক ব্যক্তি
জানান, আমরা যারা চাকুরি পেয়েছি সবাই কুষ্টিয়ার। অন্য কোন জেলা থেকে
আসেনি এবং একটি টাকাও এই চাকুরিতে কাউকে দিতে হয়নি। অথচ বার বার আমাদের
নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। যারা লিখছেন তারা কি এই জেলার সন্তান নয়? আমরা
ভালো থাকি এটা কি তারা চায় না? সম্পূর্ণ নিজেদের যোগ্যতায় আমরা নিয়োগ
পেয়েছি। এই নিয়োগ নিয়ে মিথ্যাচার করতে তাদের একটুও বিবেকে বাঁধছে না?
একজন মুক্তিযোদ্ধা জানান, কুষ্টিয়ার উন্নয়ন, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের
চেতনার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন কুষ্টিয়ায় যোগদানের পর তাঁর
বিরুদ্ধে এক কলামও সংবাদ প্রকাশ হয়নি। অথচ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানের
পর থেকে তার বিরুদ্ধে একটি চক্র উঠে পড়ে লেগেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা
গ্রহণ করা উচিত।