এম,এবি ছিদ্দিক,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার বড়লা গ্রামে সাংবাদিক আমিনুল ইসলাম মানিকের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক মার্কেটে গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় মামলার প্রধান আসামী রিফাত হোসেন বাবুকে আটক করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় সোনাইমুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করে। আটককৃত বাবু সোনাইমুড়ী পৌরসভার নাওতোলা গ্রামের পেশকার বাড়ীর অজি উল্যা ড্রাইভারের ছেলে।
উল্লেখ্য, গত ১৮-০৮-২০২০ইং গভীর রাতে পৌরসভার বরলা আব্দুর রাজ্জাক মাস্টার মার্কেট থেকে ১২টি গ্যাস সিলিন্ডার চুরি হয়ে যায়। এ ঘটনায় মার্কেটের স্বত্বাধিকাররী সাংবাদিক আমিনুল ইসলাম মানিক বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন
। পুলিশ অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৌরসভার নাওতলা পেশকার বাড়ীর সামনে ফরহাদের দোকান থেকে চুরি হওয়া গ্যাস সিলিন্ডর উদ্ধার এবং দোকানদার ফরহাদ কে আটক করে থানায় নিয়ে যায়। তার স্বীকারোক্তিতে প্রধান আসামী বাবুর নাম আসে। সে এতদিন পলাতক ছিল।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, গ্যাস সিলিন্ডার চুরির মামলার প্রধান আসামী বাবু পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে তার নিজ বাড়ী থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।