আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে-সিরাজগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড অন্তর্ভুক্ত কোলগয়লা আওয়ামী লীগ ও সহযােগী সংগঠন আঞ্চলিক কমিটির উদ্যোগে- মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন প্রতিরােধ ও বাল্যবিয়ে প্রতিরোধে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ) বিকেলে
পিটি, আই মােড় রোডস্থ আয়োজিত আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সহ -সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন , সিরাজগঞ্জ সদর -কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন , জেলা আওয়ামী লীগের সহ – সভাপতি বীর মুক্তিযােদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কে, এম, হােসেন আলী হাসান, বীর মুক্তিযােদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, পৌর প্যানেল মেয়র-১ মোঃ হেলাল উদ্দিন, পৌরআওয়ামীলীগের সিনিয়রসহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুল ইসলাম সজল প্রমূখ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশকে উন্নয়নত রাষ্ট্রের মর্যাদায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলাগড়তে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন ।
যারা মাদক ব্যবসা করেন তারা সন্ত্রাসী। মাদক, বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান ।
অনুুুষ্ঠানটি সঞ্চালনায় করেন, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকার এবং অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, পৌর ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আব্দুল আলীম, মমতাজ বেগম, নাসিমা খাতুন, ১২ নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মমিন সহ অনেকে।