আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে শিক্ষকদের মান উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুলের হলরুমে – Assistant Professor,Uniter International University,Malaysia আয়োজনে, শিক্ষকদের মান উন্নয়ন প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , সিরাজগঞ্জ সদর – কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না । এতে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক , পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র- হেলাল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মালেশিয়ার সহকারী অধ্যাপক শেখ ফজলুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, কামারখন্দ উপজেলার ধোপাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরজিনা খাতুন।
আয়োজনে, কামারখন্দ চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রী কলেজে’র উপাধ্যক্ষ মোঃ হাসান ইমাম তালুকদার।
এসময় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম সহ জেলার ৬২ জন শিক্ষক ও শিক্ষিকা অংশ গ্রহণ করেন তাদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে ।