মোঃ চাঁদ আলী কুষ্টিয়া জেলা প্রতিনিধি
নিরাপদ সমাজ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি,নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে,নিরাপদ নারী,নিরাপদ দেশ,সুখি সমৃদ্ধ বাংলাদেশ, মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার। এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ নারী, নিরাপদ দেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যই নিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার উদিবাড়িতে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত এর দিকনির্দেশনায়, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার এর নেতৃত্বে, কুষ্টিয়া মডেল থানা পুলিশ কতৃক আয়োজিত নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ -২০২০ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ অক্টোবর শনিবার বেলা ৩ টার সময় উক্ত বিট পুলিশিং অনুষ্ঠানে কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজালাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিট ইনচার্জ এসআই গোলাম রসূল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর অলিউল রহমান, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ চাঁদ আলী সহ স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। প্রধান
অতিথি তার সংক্ষেপিত বক্তব্যে বলেন, আমরা কুষ্টিয়া ১৬,১৭,১৮ নং ওয়ার্ড কে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এখানে থাকবে না কোন নারী ধর্ষণ, নির্যাতন, হত্যা ও চুরি ডাকাতি। আজ থেকে আমরা প্রত্যেকে বাড়ি গিয়ে সন্তানদের প্রতি নজর রাখবো। সে কোথায় যায়, কার সাথে মিশে এবং কি করে। আমরা যদি এত টুকু নজর দেই তাহলে কোন পিতার সন্তানই নষ্ট হবেনা।