সভাপতি আকরাম, সম্পাদক রাকিবুল, সাংগঠনিক রাজু
ইবি থানা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সম্মেলন
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থানা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হাতিয়া আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি, দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক, বাংলাদেশ বেতারের প্রতিনিধি হাজি রাশেদুল ইসলাম বিপ্লব। সম্মলনের উদ্বোধন করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি, আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস। পরে তার পরিচালনায় সম্মেলনের আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি, জাতীয় ইংরেজি দৈনিক নিউ নেশন এর জেলা প্রতিনিধি আফরোজা আক্তার ডিউ, সহ সভাপতি, এনটিভির কুষ্টিয়া জেলা করেসপনডেন্ট সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ।
এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল মজিদ, বক্তব্য রাখেন হাতিয়া আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দীন বিশ্বাস, যুবলীগ নেতা, সাবেক গণমাধ্যম কর্মী আফজাল হোসেন শিশির প্রমুখ।
সম্মলনের প্রথম অধিবেশনের আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন স্পেশাল নিউজের প্রধান প্রতিবেদক এস এম আকরাম হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কুষ্টিয়ার বার্তা সম্পাদক রাকিবুল হাসান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রণভুমি’র নির্বাহি সম্পাদক সালমান শাহরিয়ার রাজু।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে বাংলার দূত এর প্রতিনিধি এম এ আজিজ, ইবি নিউজ ও গণশক্তি এর প্রতিনিধি রাশিদুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সময়ের দিগন্ত’র ঝাউদিয়া প্রতিনিধি মোঃ মামুন, দৈনিক কুষ্টিয়ার ঝাউদিয়া প্রতিনিধি নাইম হোসেন, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন প্রভাষন পত্রিকার প্রতিনিধি মোজাম্মেল হক, প্রচার ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম (নিউজ আই), দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম (দেশের বানী), ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনজামামুল হক ইমন (রণভূমি), নির্বাহি সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে তাপস কুমার সাহা (স্পেশাল নিউজ), রিমা আক্তার (রণভূমি), উজ্জল হোসেন (স্পেশাল নিউজ)।
পরে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নেন অতিথিরা। কমিটির নতুন নেতাদের হাতে নির্বাচনি ফলাফল তুলে দেওয়া হয়।