অবৈধ বিদ্যুতের পাতা ফাঁদে প্রাণ গেলো নারী শ্রমিকের
মুক্তির বার্তা.কম ॥ কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মান্নানের মুরগীর খামারে অবৈধ বিদ্যুৎ সংযোগে নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত হয়নি কোনো মামলা। এমনকি হতভাগা নারী শ্রমিকের পরিবারের পক্ষ থেকে থানায় দেওয়া হয়নি কোনো অভিযোগ। অবৈধভাবে বিদ্যুতের পাতা ফাঁদে প্রাণ হারিয়েছে নারী শ্রমিক। এখন পর্যন্ত অবৈধ পাতা ফাঁদের মালিক সার্ভেযার মান্নান ও তার সহযোগী হেলাল আসেনি আইনের আওতায়। এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। অনেকেই বলছে, সার্ভেয়ার মান্নান ও তার সহযোগী হেলালের ক্ষমতা ও টাকার কাছে হার মেনেছে মৃত নারী শ্রমিকের পরিবার। তবে কি? বিচার পাবে না মৃত নারীশ্রমিক নূরজাহান। এদিকে কুষ্টিয়া পল্লী বিদ্যুতের পক্ষ থেকেও অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে নেওয়া হয়নি কোন পদক্ষেপ। যদিও গতকাল পল্লী বিদ্যুতের ব্যবস্থাপনা পরিচালক বলেছিলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে আইনগত ব্যবস্থা নিবে তারা। প্রশ্ন উঠেছে তারাও কি ক্ষমতা আর টাকার কাছে হার মানলো। উল্লেখ্য, গত ২০ অক্টোবর সকাল ১০টায় শহরের বাড়াদি মন্ডল পাড়ায় সার্ভেয়ার মান্নানের মুরগরী খামারের ঘড়ের বাইরে দিয়ে অবৈধভাবে পেতে রাখা ইলেকট্রিক তারে জড়িয়ে নূরজাহান (৩৫)নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই নারী শ্রমিক একই এলাকার আবেদ আলীর মেয়ে। স্থানীয়রা জানান, মুরগীর খামারটির মালিক কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার মান্নান ও তার বন্ধু হেলাল। তারা বিগত ১০-১২ বছর ধরে এখানে মুরগীর খামার করে ব্যবসা করে আসছেন। খামারটির সীমানা ঘিরে ইলেকট্রিক তার দিয়ে মোড়ানো থাকে। প্রতি রাতেই খামারের চারিদিকে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখা হয়। এ নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন যাবত অভিযোগ করলেও সার্ভেয়ার মান্নান ক্ষমতার দম্ভ দেখিয়ে তা কানে তোলেনি । গতকাল রাতেও একইভাবে বিদ্যুতের লাইন দেওয়া ছিল সীমানা ঘিরে। সকাল ১০ টার দিকে খামারে নারী শ্রমিক নূরজাহান প্রবেশের সময় ওই তারে জড়িয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় তার।
এ বিষয়ে মৃত নারী শ্রমিকের পরিবার জানায়, দূর্ঘটনায় মৃত্যু হয়েছে নূরজাহানের। তারা এখনো সিন্ধান্ত নিতে পারেনি মামলা করবে কি না। এক কথায় দ্বায়সারা ভাব পরিবারের।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, এখনো ঐ নারী শ্রমিকের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। তাই আমরা আইনগত কোন ব্যবস্থা নিতে পারেনি।