নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ায় বক চত্বর মোড়,জনস পার্ক,চাইনিজ রেস্টুরেন্টে, রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি (রাওস) বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন,প্রধান অতিথি হিসেবে,সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী শফিউল বাশার(অব:)ভাইস চেয়ারম্যান, রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি(রাওস)বাংলাদেশ,তিনি এসময় বলেন,আমরা দির্ঘদিন যাবৎ বাংলাদেশে আর্মিতে জব করে এসেছি।সরকার আমাদেরকে চাকরি থাকা অবস্থায় জীবনের নিরাপত্তাসহ বিভিন্ন সু্যোগ সুবিধা দিয়ে আসছিলো কিন্তু রিটায়ার্ড হওয়ার পর আমরা বিভিন্নভাবে লাঞ্ছিতসহ অনেকেই বিভিন্নভাবে এক এক অবসর সেনা হত্যা হচ্ছে। অথচ এর কোনো সঠিক বিচার হচ্ছে না বা পাচ্ছেনা তাদের পরিবার। তাই আমাদের এই সংগঠন বাংলাদেশে প্রতিটা জেলায় গড়ে উঠবে যদি জেলা ভিত্তিক অবসর সেনা সদস্যরা একত্রিত হয়ে সংগঠন তৈরীতে ভূমিকা রাখে।আমাদের এই সংগঠনের কাজ হবে আমরা অবসর প্রাপ্ত সেনার কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্নভাবে সু্যোগ সুবিধা করে দেওয়া হবে। সর্বশেষ আমি বলতে চায়,এই সংগটন অলাভজনক ও অরাজনৈতিক হিসেবে প্রতিষ্ঠিত হবে।এছাড়াও সকল অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মানিত ক্যাপ্টেন,আমিনুর রহমার (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা ওয়াঃ অফিসার আব্দুল মালেক (অবঃ)
বীর মুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার আব্দুল মালেক( অব:),অনুষ্ঠান সভাপতিত্ব করেন,সম্মানিত ক্যাপ্টেন কাউছার আলী( অব:),সভা পরিচালনা করেন,কার্পোরাল জামাল হোসেন ( অব:)পাঠাগার সম্পাদক,রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি (রাওন)বাংলাদেশ।অনুষ্ঠান সফলভাবে আলোচনা হয়েছে বলে সবাই মনে করেন।এই অনুষ্ঠানে সবাই খুশী হয়ছে এবং একসাথে পথ চলার অঙ্গিকারবদ্ধ হয়।