স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া প্রেস ক্লাব-কেপিসির সভাপতি হাজি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নবগঠিত ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থানা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় একটি পত্রিকা কার্যালয়ে এই শুভেচ্ছা আদান প্রদান অনুষ্ঠিত হয়।
নবগঠিত ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থানা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি, স্পেশাল নিউজের প্রধান প্রতিবেদক এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক, দৈনিক কুষ্টিয়ার বার্তা সম্পাদক রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক, রণভূমির নির্বাহী সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, সহ-সভাপতি, ইবি নিউজ ও গণশক্তির প্রতিনিধি রাশিদুল ইসলাম রাসেল ফুলেল শুভেচ্ছা জানান।
কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, এক নং নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, পরে কেপিসির নেতৃবৃন্দরা নবগঠিত ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থানা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এসময় নবগঠিত ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থানা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের নের্তৃবৃন্দরা সুষ্ঠু ও সঠিকভাবে দায়িত্ব পালন করার কথা জানান।
উল্লেখ্য, ২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে হাতিয়া আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সম্মেলনের মাধ্যমে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থানা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি নির্বাচিত হয়।