এম.এবি ছিদ্দিক, নোয়াখালী
শান্তি পৃর্ণনাভাবে পালিত হচ্ছে শারদীয় দৃর্গাপৃজা, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী দেবালয় পূজা উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় কালীবাড়ি মাঠে চলছে ব্যাপক আয়োজন।
এ আয়োজন উপভোগ করতে পূজা মন্ডব পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। মনোরম দূর্গা পতিমা স্থাপন, বিশালাকৃতির পূজা মন্ডব তৈরি ও প্রতিদিন ব্যাপক আয়োজনে সন্ধ্যারাত্রী প্রতিযোগীতাসহ বিভিন্ন আয়োজনে ব্যাপক সাড়া ফেলেছে নোয়াখালীর সোনাইমুড়ীতে।
এ বছর করোনা ভাইরাসের কারনে বাংলাদেশ সরকার ঘোষিত সীমিত আকারে দৃর্গাপৃজা উৎসব পালনের নির্দেশ থাকায় দর্শনার্থীদের ভীর কিছু কম দেখা যায়।
দূর্গা পূজা অষ্টমী উপলক্ষে রবিবার সকাল থেকে চলছে পূজা অর্চনা ও অঞ্চলি প্রদান ও ধর্মীয় প্রার্থনা এবং পুতিপাঠ। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পেরে খুশী সকলে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, উপজেলা তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল আউয়াল, জেলা যুবলীগের সদস্য আবু ছায়েম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পতিত বন্ধু দেবনাথ, সাধারণ সমপাদক দীপক চক্রবর্তী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লুবনা মরিয়ম সুবর্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিন প্রমুখ।
পরে প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর আলম পূজা মন্ডব কমিটির সভাপতির হাতে ব্যক্তিগত ফান্ড থেকে নগত অর্থ তুলে দেন।
এম.এবি ছিদ্দিক
তারিখঃ ২৫/১০/২০২০ইং