নিজস্ব প্রতিবেদক # কুষ্টিয়ায় পরকীয়া করতে গিয়ে গভীর রাতে জনতার হাতে ধরা পড়ে বিয়ে করতে বাধ্য হলেন দৌলতপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী নাজিম উদ্দিন। জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা বাসস্ট্যান্ডের কুখ্যাত হিরো ফেন্সিডিল ব্যবসায়ী বহুবিবাহ একাধিক মামলার আসামি নাজিমুদ্দিন কুষ্টিয়া জুগিয়া গ্রামে বিয়ে বহির্ভুত বাসা ভাড়া নিয়ে কুষ্টিয়ার আরুয়া পাড়ার একটি মেয়ের সাথে বসবাস করে আসছিল বিষয়টি এলাকাবাসীর নজরে পড়লে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে এলাকাবাসীকে জানায় তারা বিয়ে করেছে বিয়ের কাবিননামা দেখতে চাইলে তারা দেখাতে পারেনা এবং এক পর্যায়ে তারা বলেনদুইজনে পূর্বে বিবাহিত এবং তাদের সাথে পরস্পরের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ সময় মেয়েটি বলেন এই সম্পর্কের কারণে আমার আগের স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। এলাকাবাসী তাদের সম্মতিক্রমে কাজী ডেকে 250000 টাকা দেনমোহর ধার্য করে বিয়ে পড়িয়ে দেয়। বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, নাজিমুদ্দিন আল্লারদর্গা দৌলতপুর এলাকা কুখ্যাত মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মেয়েদের সাথে প্রতারণা করে বিয়ে বাণিজ্য করে থাকে। এই নাজিমের এই বিবাহের আগে দুইটি বউ রয়েছে। এছাড়া দৌলতপুর এলাকা নাজিমের পরিচিত কয়েকজন বলেন নাজিম একজন বড় মাপের মাদক ব্যবসায়ী তার হাতে প্রচুর টাকা থাকায় সে এ ধরনের অপরাধ বারবার করেও পার পেয়ে যায়। এলাকাবাসী নাজিমের এই অপরাধ রুখতে কুষ্টিয়ার পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।