কুমারখালী প্রতিনিধি এনামুল হক ইমন :
২০২০-২১ অর্থবছরের কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে দেশজ ফল ও সবজি গ্রাম (সজিনা) প্রদর্শনী সোমবার সকালে কুমারখালী কয়া আশ্রয়ন প্রকল্পে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার, কুষ্টিয়া জনাব মৃণাল কান্তি দে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ দেবাশীষ দাস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী জনাব এম এ মুহাইমিন আল জিহান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ সাঈদ হোসেন,উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফেরদৌস নাজনীন, কয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।