কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া খোকসা পৌরসভার গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের আওতাধীন আজ বুধবার ২নং ওয়ার্ড খোকসা চুনিয়াপাড়া খোকসা মাঠপাড়া এবং ৪ নং ওয়ার্ডের আদর্শ পাড়া আরসিসি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ খোকসা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও খোকসা উপজেলার জনপ্রিয় পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম।
উল্লেখ্য যে ২ নং ওয়ার্ডের খোকসা চুনিয়াপাড়া সুনীলের বাড়ী হতে ফজলুর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ব্যায় ধরা হয়েছে ৫০.৮০ লক্ষ টাকা, খোকসা মাঠপাড়া পুরাতন জেলখানা হতে আলহাজ্ব সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসা পর্যন্ত ব্যয় ধরা হয়েছে ১২.২৯ লক্ষ টাকা, ৪নং ওয়ার্ডের আদর্শ পাড়া আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ হতে সৌরভের বাড়ি পর্যন্ত পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৪.৪১ লক্ষ টাকা।
উক্ত রাস্তার কাজের উদ্বোধনের সময উপস্থিত ছিলেন খোকসা পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর মহব্বত আলী ফকর, ৩ নং আনোয়ার হোসেন বাবলু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন তরুন সহ খোকসা পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মোঃ মামুনর রশিদ এবং খোকসা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েল, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এর বিশেষ সহকারী সাজিদুর রহমান সবুজ, আজিজুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।