মুক্তির বার্তা ডেস্ক।
কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামের রাতুল পাড়ার মৎস্যচাষী হাবিবুর রহমানের কাঞ্চনপুর মৌজায় তিন বিঘা জমিতে মাছের ঘেরে মাছ চাষ করেন ঘেরের চারপাশে পেঁপে বাগান করেছিলেন হাবিবুর রহমান। পূর্ব শত্রুতার জের ধরে গত ১২/১১/২০২০ ইং তারিখে রাতের আঁধারে প্রায় ৬৫০টি পেঁপে গাছ কেটে ফেলেন। ওই কৃষকের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে।
এ নির্মম ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার মাঝে শোকের মাতম চলছে। আর ঘটনাটিকে মানব জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায় বলে আখ্যায়িত করেছে এলাকার সচেতন মহল। রাতের অন্ধকারে জমিতে পেঁপে গাছ কেটে ফেলায় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায়, এক হৃদয় বিদারক দৃশ্য। ক্ষতিগ্রস্ত পরিবার অধিকাংশ সদস্যের চোখে মুখে কান্নার ছাপ। এদের কারো মুখে কোনো কথা নেই। কৃষক হাবিবুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আমার এই পেঁপে গাছগুলো কেটে ফেলার জন্য সন্ধ্যারাতে আশপাশে ঘোরাফেরা করছিলাম কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে তখন কিছু না করে ভোররাতের দিকে আমার পেঁপে বাগান কেটে ফেলেছেন রাশিদুল এর নেতৃত্বে সানা, রকিব,হুজরু, রাশেদ, শাওন, আফতাব, আলমগীর, শাহিন, উজ্জ্বল, খোয়াজ শেখ, শরিফুল ইসলাম সহ আরো অনেকে মিলে আমার পেঁপে বাগান কেটে ফেলে রেখে গিয়েছেন। রাতের আঁধারে সব শেষ করে দিলো। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের অনেকের সাথে কথা বলে জানাযায়
পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে কৃষক হাবিবুর রহমানের ফলবতী ৬৫০ টি পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।তিন বিঘা জমিতে কৃষক হাবিবুর রহমান রেডলেডি পেঁপে চাষ করতেন। গাছের ফল ধরা মুহূর্তে ৬৫০ টি পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার বিরোধে প্রতিহিংসায় প্রতিবেশীরা বাগানের ৬৫০টি পেঁপে গাছ কেটে ফেলেছে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক হাবিবুর রহমান। পূর্ব বিরোধের জের ধরে ওই মাঠের ধান, পুকুরের মাছ, শ্যালো মেশিন কলাই রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে এসব ব্যক্তি গুলো। ষড়যন্ত্রমূলক ফলন ধরা গাছগুলো কেটেছে তার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে।