তার জনপ্রিয়তা নষ্ঠ করতে
একটি কুচক্রী ও হিংসা পরায়ন মহল এর মিথ্যা প্রচারনা শিকার তিনি।)
স্বদা হাস্যউজ্জল সাদা মনের মানুষ নিরহংকারী খাকছার জোয়াদ্দার ।
ইউনিয়ন বাসীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ছুটে চলেন দিন থেকে রাত অবিরাম।
ইউনিয়নবাসীর সুখ দুখের কান্ডারী, দূদির্নের খাকছার জোয়াদ্দার ।
৭ নং আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবার পর থেকে এ ইউনিয়নের
সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছেন তিনি।সততা নিষ্ঠা ও দক্ষতা সাথে বড় আইলচারা মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, ঈদগা, মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেন যা এখন প্রতিটি প্রতিষ্ঠান ইউনিয়ন বাসির গর্ব।
সুবিধা বঞ্চিত সাধারন মানুষদের বুকে টেনে নিয়ে
তাদের অধিকার আদায়ের কথা বলেছেন, একজন প্রকৃত নেতা হিসাবে।
প্রতিদিন সকালে ৭ নং আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকছার জোয়াদ্দার এর বাড়িতে সাধারণ মানুষ যেয়ে তাদের নানা সমস্যার কথা বলেন তা মন দিয়ে শুনেন এবং তা সাথে সাথেই সমাধান করার চেষ্টা করেন।
৭ নং আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে অত্র ইউনিয়নে সকল প্রকার প্রতিকূলতা দূর করে সাধারণ মানুষের সেবায় নিজেকে সব সময় বিলিয়ে দিয়েছেন।
কিন্তু একটি কুচক্রী মহল সব সময় চেয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকছার জোয়াদ্দারে নামে বিভিন্ন সময় হয়রানি মুলক মিথ্যা তথ্য দিয়ে তার এই সম্মানকে ধুলির সাথে মিশিয়ে দেয়ার জন্য চেষ্টা করছে।
কিন্তুু তারা ভুলে গিয়েছে সম্মান বাঁচানোর মালিক এক মাত্র আল্লাহ।
এ বিষয়ে প্রতিবেদক এর সাথে ৭ নং আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকছার জোয়াদ্দারে কথা হলে তিনি জানান আমি একজন নেতা হিসেবে নয়, সাধারণ মানুষের সেবা করতে চাই শুধু মানুষের ভালোবাসার জন্য।আমার নামে কোন চাউল এর ডিলার শিপ নাই, তাই আমার নামে চাউল আরতোসাত এর প্রশ্নই আসে না, আমার জনপ্রিয়তা নষ্ঠ করতে
একটি কুচক্রী ও হিংসা পরায়ন মহল এর মিথ্যা প্রচারণার শিকার আমি ।
আমি বঙ্গবন্ধুর আর্দশের দল আওয়ামীলীগ করি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত দল বাংলাদেশ আওয়ামীলীগ করি।
আমাদের কুষ্টিয়া বাসীর গর্ব, কুষ্টিয়া জেলার উন্নয়নের রুপকার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব, মাহবুব উল আলম হানিফের নির্দেশনায় সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে যাবো, মানুষের কল্যানে কাজ করে যাব এ দেহে প্রান যতোক্ষণ থাকে।