আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃঃ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সোহাগপুর যমুনা নদীর চর এলাকা হতে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ আহত অবস্থায় উদ্ধার করছে। স্বেচ্ছাসেবী সংগঠন দা বার্ড সেফটি হাউসের সদস্যরা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে চর এলাকা হতে আঘাত প্রাপ্ত অজগর সাপটিকে চিকিৎসার জন্য রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে।
দি বার্ড হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, রোববার ২২ নভেম্বর সোহাগপুর যমুনানদীর চরের এক মধ্যে স্হানীয়রা অজগর সাপটিকে দেখতে পায় এবং তাদের মধ্যে কিছু মানুষ ভয় পেয়ে সাপটিকে টেটা বা লাঠি দিয়ে মাথায় আঘাত করেছে বিষয়টি সন্ধ্যা রাতে আমাকে একজন মোবাইলে ফোন করলে জানতে পারি । সোমবার সকালে সাপটিকে উদ্ধার করে দুপুরের দিকে সিরাজগঞ্জ সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাছে হস্তান্তর করা হয়।
সিরাজগঞ্জ সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায় বলেন, – অজগর সাপটি মাথায় আঘাত করা হয়েছে। সাপটি চিকিৎসা জন্য রাজশাহী বন্য প্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ পাঠানো হয়েছে।