আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
সিরাজগঞ্জ সদর উপজেলার সার্বিক পরিস্থিতি উন্নয়ন ও আগাম পরিকল্পনা বাস্তবায়ন করোনা মোকাবিলা, বাল্য বিয়ে, মাদক, সন্ত্রাস, জঙ্গী দমন প্রতিরোধ শিক্ষা স্বাস্থ্য বিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে সদর উপজেলার আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে উক্ত সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সদ্য করোনা মুক্ত মোহাম্মদ রিয়াজ উদ্দিন। সভা সঞ্চালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ। সভার প্রারম্ভে সদ্য করোনামুক্ত সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান এস.এম নাসিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী আবু সায়েদ, কৃষিবিদ রুস্তম আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সাইদুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সদর প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ, সদর থানার ওসি (অপারেশন) রবিউল ইসলাম, সদর সমবায় কর্মকর্তা আমাত উল-ইলাহ, সদর আনসার ভিডিপির কর্মকর্তা জি মওলা ছাড়াও ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর সেখ, আব্দুল আলীম ভুইয়া, আলহাজ্ব নবীদুল ইসলাম, আব্দুল মান্নান সেখ, রুহুল আমিন, সহিদুল আলম, রাশিদুল হাসান রশিদ মোল্লা, আব্দুল মজিদ মাষ্টার, জাহাঙ্গীর আলম ও আনোয়ার হোসেন প্রমূখ।