আবু তোহা শাহীন,কুমারখালী প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার কুমারখালী ২০২১ পৌর নির্বাচন ঘিরে শুরু হয়েছে ভিতরে- ভিতরে নিরব প্রচারণা। ওয়ার্ড -ওয়ার্ডে শুরু হয়েছে ভোটের হাওয়া। করোনাজনিত পরিস্থিতিতেও এ নির্বাচন নিয়ে ঝড় উঠেছে চায়ের টেবিলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য একাধিক প্রার্থীর প্রস্তুতি অনেকটাই একচেটিয়া। কারণ, বিএনপিসহ অন্য দলগুলোর মধ্যে পৌর নির্বাচন নিয়ে কোনো চাঞ্চল্য নেই। আগের অভিজ্ঞতায় ভোটারদের মধ্যেও এ নির্বাচন নিয়ে প্রকাশ্যে আগ্রহ কম। সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কুমারখালী পৌর মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুণ। কুমারখালী উপজেলা নির্বাচন অফিসের সিনিয়র নির্বাচন কর্মকর্তা শিরিন আক্তার বানু বলেন, আগামী ডিসেম্বরে পর ২য় ধাপে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।এরি মধ্যে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। পৌরসভা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রকাশ্যে শুধু আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের নামই শোনা যাচ্ছে। নিশ্চুপ রয়েছেন বিএনপির প্রার্থীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুণ জানান, দল মনোনয়ন দিলে তিনি এবারও নির্বাচন করবেন। এমন চিন্তা থেকেই তিনি প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-পৌর আওয়ামীলীগের …