কুমারখালী প্রতিনিধি এনামুল হক ইমন :
শুক্রবার রাতে কুষ্টিয়ার পাঁচ রাস্তা মোড়-এ নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আংশিক ভেঙে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুমারখালীতে।
রোববার সন্ধায় কেন্দ্রীয় আওয়ামীলীগ ও অাওয়ামীলীগের অঙ্গ সংগঠন ঘোষিত কুমারখালী উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের আয়োজনে কুষ্টিয়া নির্মাণাধীন বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুমারখালী বাসষ্টান্ড চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক কুমারখালী পৌরসভার সম্মানিত মেয়র জনাব আলহাজ্ব সামছুজ্জামান অরুন।
সামছুজ্জামান অরুন বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে বাঙালী, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা। সেই ব্যক্তির ভাস্কর্য যারা ভাংচুর করেছে,তাদের জায়গা এদেশে হবেনা।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল আওয়াল এর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক রিস্তাক করিম, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান জনাব সালাহউদ্দিন খান তারেক, কুমারখালী উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস.এম. রফিক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণত সম্পাদক রাসেল হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।