আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃঃ ”
জেগে ওঠো তারুন্য, মাদককে না দুর্নীতিকে না –
এই প্রতিপাদ্যকে ধারণ করে, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জ জেলার আয়োজনে, দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে সেবা কর্মসূচি’র উদ্বোধন ঘোষনা করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ( ৯ ডিসেম্বর) সকালে জেলাপ্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে
বিশেষ সেবা কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন ও আলোচনাসভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
এতে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ ও জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোঃ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফোরকান সিকদার, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাসিম রেজা দিপু মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমূখ ।
এ ছাড়াও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধানগণ উপস্থিত ছিলেন। বিশেষ কর্মসূচি’র মধ্যে ছিল সাধারণ মানুষদের মাঝে ৩০০ মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ -সভাপতি মোঃ আইয়ুব আলী। এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা, সরকারি – বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা – কর্মচারি , রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন নেতৃবৃন্দ ,স্হানীয় সাংবাদিকবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ অনেক উপস্থিত ছিলেন।