কুমারখালী প্রতিনিধি এনামুল হক ইমন :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী শাখার আয়োজনে শুক্রবার বিকেলে গড়াই কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি শুধাংশু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক নিত্য ঘোষ নির্বাচিত হয়েছেন।
সাবেক সভাপতি নব কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাড.সুধীর কুমার শর্মা। এবং প্রধান বক্তা ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় শাখার সাংগঠনিক সম্পাদক ব্যরিষ্টার গৌরব চাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শাখার পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস। এসময় বিশেষ অতিথি ছিলেন জাকের আলী শুভ, বীর মুক্তিযোদ্ধা পলাশ স্যান্নাল, এ্যাড. শংকর মজুমদার, গৌতম চাকী, গনেশ জোয়ার্দার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. অরুণ বিশ্বাস।