মোঃ সাইফুল ইসলাম, দৌলতপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুরে আজ শনিবার সকাল ১১ টার সময় ১ নং প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান মুকুল সরকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে
বিলগাতুয়া গ্রামের আকিদুল হোসেন (৩৫) পিতাঃ তুয়াজ, ও ফকির মন্ডল (৫৫) পিতাঃ মৃতঃ নাশির মন্ডল এর মাল বিলগাতুয়া থেকে ডাংমড়কা যাওয়ার মাঝ পথে প্রাগপুর হাইস্কুলের সামনে ৩৯৮ বোতল ফেনসিডিল সহ ভ্যান চালক মোঃ মিঠন উরফে রুনু (২৬) পিতাঃ হালিম মুন্ডল আটক করা হয়েছে এসময়ে দৌলতপুর থানাকে যানানো হলে তাৎক্ষণিক দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে হাজির হয়। এবং দৌলতপুর থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়।