মুক্তির বার্তা ডেস্ক।
অবশেষে কুষ্টিয়ার মিরপুরে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল চালানোর অপরাধে উপজেলার নিমতলাস্থ দারুস সালাম অনলাইন মডেল স্কুল সিলগালা ও ৫ শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুলে অভিযান চালায়।
এ সময়ে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল চালানোর অপরাধে বিদ্যালয়ের ৫ শিক্ষক শুভ (২০), ফিরোজ মাহমুদ (৩০), ফরিদুজ্জামান (২০), সোহাগ (১৭) ও রশিদ আহমেদকে (২১) দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধরায় প্রত্যেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুল কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সকাল থেকে শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, এ সংবাদের ভিত্তিতে ওই স্কুলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা মেলে। পরে বিদ্যালয়েল ৫ শিক্ষককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও অভিযুক্ত শিক্ষকরা সরকারিবিধি নিষেধ অমান্য করে ভূল করেছি মর্মে অঙ্গিকার করেন। অঙ্গিকারনামায় তারা আরো উল্লেখ করেন ভবিষ্যতে তারা সরকারি বিধি নিষেধ অমান্য করবেন না।
এ সময়ে মিরপুর থানার এসআই মুন্সী মাহফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ওই বিদ্যালয়ের পরিচালক ইসলাম ধর্ম বিদ্বেষী আমিরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করায় ২০ নভেম্বর দুপুরে পুলিশ তাকে আটক করেন। বর্তমানে সে কারাগারে অন্তরীন রয়েছে।