মুক্তির বার্তা ডেস্ক।
কুষ্টিয়া মজমপুরে ট্রাফিক পুলিশের রেজিষ্ট্রেশন বিহীন গাড়ীর উপরে অভিযানের সময় এক চালক মোটরসাইকেল ফেলে পালালোর ঘটনা ঘটেছে। বিষয়টি ট্রাফিক পুলিশের সন্দেহ হলে তারা মোটরসাইে কলের তল্লাশি করে। এসময় ট্রাফিক পুলিশ সদস্যর ফেলে যাওয়া মোটরসাইকেলটি থেকে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ বিষয়ে ট্রাফিক পুলিশ জানায়, প্রতিদিনের মতো গতকাল নিয়মিত চেকিং ও তল্লাশীর সময়ে একজন অজ্ঞাত লোকের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে, সে গাড়ী রেখে পালিয়ে যায়। পরে আমরা মোটরসাইকেলটি তল্লাশি করলে কস্টটেপ দিয়ে মোড়ানো পাঁচ লিটার মবিলের বোতলের ভিতর থেকে ২৩ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বিষয়ে কুষ্টিয়া মডেল থানাকে অবগত করলে থানার পুলিশ এসে ২৩ বোতল ফেন্সিডিল ও একটি নম্বার বিহীন ৫০ সিসি ড্রায়ান গাড়ীটি তাদের হেফাজতে নেন। তবে এখন পর্যন্ত গাড়িটির চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার প্রস্তুতি চলছিলো তবে বলে জানা যায়। তল্লাশী কালীন সময়ে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই আব্দুল্লা আল জোবায়েদ, সার্জেন্ট লিমন কুমার কুন্ডু, কনেষ্টবল সোহানুর রহমান।