এম,এবি ছিদ্দিক নোয়াখালী প্রতিনিধিঃ
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা এ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কার্য স্থাপনে বাধা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে সোনাইমুড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা। শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চত্বরে এ মানববন্ধের আয়োজন করেন তারা
।
সোনাইমুড়ী থানা প্রশাসনসহ উপজেলা পরিষদের ২৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী স্ব স্ব ব্যানারে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) অংগজ্যাই মার্মা, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদ প্রমুখ।
মানববন্ধনে প্রশাসনিক কর্মকর্তারা বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক। দুস্কৃতিকারীদের কোন ধর্ম নাই, বঙ্গবন্ধুর ভাস্কার্য ভাঙ্গার কারণে আমাদের যে মানববন্ধন করতে হবে এটা আমাদের কখনো ভাবতে হয়নি। যারা সন্ত্রাসী তারা সব সময় বাহানা খোজে। তারা ¯পর্শকাতর বিষয়গুলোকে সামনে এনে সমাজে বিশৃংখলা সৃষ্টি করে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা। আজ স্বাধীনতা বিরোধী চক্র সেই জাতির জনকের ভাস্কার্য ভাংচুর করেছে। এসব মৌলবাদী জঙ্গিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। ভাস্কার্য হচ্ছে এমন একটি প্রতীক, এমন একটি জায়গা, যে জায়গা আমাদেরকে আমাদের ইতিহাস জানান দেয়। অপর দিকে উপজেলাসহ ৪৬ হাজার ৫ শত সরকারি অফিসে নেটওয়ার্ক স্থাপনের মধ্য দিয়ে সোনাইমুড়ীতে ডিজিটাল বাংলাদেশ ২০২০ দিবসটি পালিত হয়েছে।