কুমারখালী প্রতিনিধি এনামুল হক ইমন :
কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০।
এ উপলক্ষ্যে সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুমারখালী রেলওয়ে স্টেশন সংলগ্ন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু নব কুমার দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মোতালেব।
এছাড়াও এ আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান আশা, নন্দলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আলী বিশ্বাস, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াসিম আকরামসহ প্রমুখ।
এ আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন হাসান সোহেল।
এই অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।