মুক্তির বার্তা ডেস্ক।
কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির উদ্যোগে গতকাল কেপিসির সভাকক্ষে বিজয় দিবসের অালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা। বক্তব্য রাখেন সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, জামিল হাসান খান খোকন, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, তৌফিক তপন, ইসমাইল হোসেন উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সদস্য
মুক্তির বার্তা সম্পাদক চাঁদ আলী, দৈনিক ইনসাফ ২৪ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ওয়ালিদুজ্জামান শুভ ,মায়া টিভি খুলনা বিভাগীয় সম্পাদক জাহিদ হাসান ডন, দৈনিক আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার আওয়াল কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতির বক্তব্যে বলেন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছিলো আমাদের বাংলাদেশ। যেসব শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগে এই মহান বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের এই দিনে তাঁদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা । যেসব বীর মুক্তিযোদ্ধা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন, তাঁদের প্রতি জানাই সশ্রদ্ধ অভিবাদন।
সবাইকে ‘কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সভা শেষ করেন।