নিজস্ব প্রতিনিধি।
আগামী১৬-ই জানুয়ারী ভেড়ামারা পৌরসভা নির্বাচনে ৭,৮,৯নং ওয়ার্ডবাসীর আস্থা ও ভালোবাসার বন্ধনের আবদ্ধ ও অদ্বিতীয়, তিন ওয়ার্ডে ব্যাপক আলোচিত, জনপ্রিয় ও সফল সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমা আপা খ্যাত “রুমা খান
পৌর ৭,৮,৯নং ওয়ার্ডের দু’বারের নির্বাচিত,
তুমুল জনপ্রিয় সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর “রুমা খাঁন”
ইতিমধ্যে তার ভালোবাসাময় হৃদয় ও যোগ্যতা এবং দক্ষতায় ভোটারদের আস্থা, বিশ্বাস অর্জন সহ প্রিয় জনপ্রতিনিধি হিসাবে জনতার অন্তরের গহীনে স্থান করে নিয়েছেন।
নারী উন্নয়নসহ শুভময় সকল কাজের ধারাবাহিকতা রাখতে আজ বৃহস্পতিবার
ভেড়ামারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন’র নিকট থেকে
মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সম্ভাব্য জয়ী সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলদের তালিকায় “জননন্দিনী
রুমা খাঁন’র” নাম অন্যতম!
তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।