নিজস্ব প্রতিনিধি।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সহযোগিতায় শহরের পাঁচ রাস্তা মোড়ে এক বিশাল সাংবাদিক গণজমায়েত অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক গণসমাবেশ সফল করায় কুষ্টিয়ার সকল প্রগতিশীল সাংবাদিক,৷ জনপ্রতিনিধি পেশাজীবী, রাজনৈতিক নেতাদেরসহ জেলা প্রশাসন, জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান জেইউকের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন। এই সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সারাদেশে অান্দোলনের ঢেউ সৃষ্টি হয়েছে। গণমাধ্যমকর্মীরা লেখনীর পাশাপাশি সারাদেশে প্রতিবাদের কর্মসূচি পালন করছে। ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি, মাননীয় সংসদ সদস্য জনাব অাঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ এমপি, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, কোষাধ্যক্ষ দীপ অাজাদ, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া-জেইউকের নেতৃবৃন্দ।