পক্ষে, গণসংযোগে, জনতার বিশাল উপস্থিতি!
মুক্তির বার্তা ডেস্ক।
জননন্দিত ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অভিভাবক ময়েন উদ্দিনের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে উন্নয়ন, সুশাসন, শান্তি, মানবতা বজায় রাখতে ওয়ার্ডবাসীর ব্যাপক সমর্থন। আসন্ন কুষ্টিয়া পৌরসভার নির্বাচনে মধ্যে
ময়েন উদ্দিন জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রেখেছেন, সেই বার্তা যেন আজ শুক্রবার সন্ধ্যায গণসংযোগে মাধ্যমে ওয়ার্ডবাসী জানিয়ে দিলো।
ইতিমধ্যে পৌরসভার ১৬ নং ওয়ার্ডবাসীদের কাছে ময়েষ উদ্দিন উন্নয়ন ও সুশাসন সেবা দিয়ে
গ্রহনযোগ্য ও আস্থাভাজন ব্যক্তিত্বে নিজেকে আরো বিকশিত ও পরিনত করেছে, যেন আজ তার উত্তাপ প্রকাশ পেলো। জনপ্রিয়তা শীর্ষে ময়েন উদ্দিন বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে সাথে নিয়ে গণসংযোগ করেছেন।
গণসংযোগ রুপ ছিল ব্যাপক সংখ্যক জনতার উপস্থিতি। তা এক পর্যায়েন যে লোকারণ্য হয়ে ওঠে।গোটা ১৬ নং ওয়ার্ড এমন চমক দেখে চমকে ওঠে সবাই।ওয়ার্ডবাসির কাছে কতটা জনপ্রিয় ব্যক্তিত্ব ময়েন উদ্দিন। মঙ্গলবাড়িয়া বাজার থেকে গণসংযোগ শুরু করেন এরপর বাড়াদী ঈদগাহ মোড় এসে শেষ হয়। উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বীসহ ওয়ার্ডেবাসীর একাংশ।