মুক্তির বার্তা ডেস্ক।
আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১৬ নং ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ময়েন উদ্দিন। তিনি শনিবার (২০ ডিসেম্বর ২০২০) দুপুরে জেলা নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসার ছামিউল আলমের কাছে।
ময়েন উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন, আমি জনগণের সেবা করার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন ও নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি আশাবাদী এবার ১৬ নং ওয়ার্ডের জনগণ আমাকে নির্বাচিত করবেন। ময়েন উদ্দিন ব্যবসার পাশাপাশি কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে কুষ্টিয়া পৌরসভার ভোট গ্রহণ হবে।