এনামুল হক ইমন , কুমারখালী প্রতিনিধি।
কুষ্টিয়ার কুমারখালীতে বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে কুমারখালী নাগরিক পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে প্রতিবাদ সমাবেশে কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ ভাংচুরের সাথে জড়িতদের কঠোর বিচারের পাশাপাশি এখনো আটক না হওয়া আসামীকে দ্রুত গতিতে আটকের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সাংসদ। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুমারখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মো. সামছুজ্জামান অরুন, বীর মুক্তিযোদ্ধা আবু আহসান বরুন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু প্রমুখ। বক্তারা অগ্নিযুগের মহানায়ক বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন ও অবিলম্বে গ্রেফতার না হওয়া আসামীকে গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।