এম,এবি ছিদ্দিক নোয়াখালী :
সোনাইমুড়ীতে বিয়ে বাড়িতে গোসলের ভিডিও করতে নিষেধ করলে তৎজেরে সন্ত্রাসী হামলার ঘটনায় ২১ ডিসেম্বর সোমবার রাতে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনায় জড়িত পার্শ্ববর্তী ধন্যপুর গ্রামের শাহ আলমের পুত্র মোঃ মোয়াজ্জেম হোসেন প্রকাশ সুমন (২০) ও রফিক উল্যার পুত্র মোঃ রাজিব প্রকাশ শাওন (১৮) দেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর সোনাপুর ইউনিয়নের হিরাপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা এর বাড়ীর আবুল কালামের মেয়ে আসমা আক্তারের বিবাহে গোসল ও ভেজা কাপড়ে ছবি তোলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় একই বাড়ীর আবুল হোসেনের ছেলে মোশারফ (৩০) এর নেতৃত্বে বৃহ¯পতিবার সন্ধ্যায় মুখোশ পরিহিত প্রায় ১০/১৫জন সন্ত্রাসী আবুল কালামের বসতঘরে নুর নাহার ও তার পরিবারের লোকজনের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এলোপাথাড়ি কুপিয়ে ১২জনকে গুরুতর জখম করে। ঐ হামলায় গুরুতর আহত অবস্থায় মৃত নুরুল হকের স্ত্রী নুর নাহার ১৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। অন্যান্য জখমীরা নোয়াখালী জেনারেল হসপিটালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় মৃত নুর নাহারের ছেলে বাদী হয়ে সন্ত্রাসী হামলায় জড়িত ৭জনসহ অজ্ঞাতনামা আরও ৮/৯জনকে আসামী করে সোনাইমুড়ী থানায় মামলা নং ১৬ (১২) ২০২০ মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ মোঃ মোয়াজ্জেম হোসেন প্রকাশ সুমন (২০), মোঃ রাজিব প্রকাশ শাওন (১৮) দেরকে গ্রেপ্তার করে ২২ ডিসেম্বর আদালতে সোপর্দ করে।
সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, পূর্ব শত্র“তার জের ধরে ঘটনাকালে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ও আর্তীয়স্বজনসহ ১২ জন আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় নুর নাহার, আবুল কালামসহ অন্যান্য জখমীদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। নুর নাহারের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় নুর নাহার ঢাকা মেডিকেল কলেজ মৃত্যু বরণ করেন। মৃতের ময়না তদন্ত শেষে রবিবার সন্ধ্যার পরে দাফন সমপন্ন হয়। এ ঘটনায় মৃত নুর নাহারের ছেলে মোঃ রুবেল বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করে। মামলার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদনসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তারের সার্বিক চেষ্টা অব্যাহত আছে।