আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃঃ
সিরাজগঞ্জ পৌরসভাধীন সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন খতীবদের সাথে সিরাজগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও আসন্ন পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগে থেকে পুনরায় মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌরসভার ইমাম মুয়াজ্জিন খতীব কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মওলানা মোঃ আবু বক্কর। সঞ্চালনায় ও ইমামদের পক্ষে বক্তব্যে রাখেন, ইমাম মুয়াজ্জিন খতীব কমিটির সাধারণ সম্পাদক ও ফায়ার সার্ভিস মসজিদের পেশ ইমাম মওলানা মোঃ শহীদুল ইসলাম ।
মতবিনিময় সভায় বক্তব্যে- প্রধানঅতিথি হিসেবে বক্তব্যে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ পৌরসভাকে মডেল ও আধুনিকায়ন উন্নত করতে বিগত প্রায় পাঁচটি বছর আমি সততা নিষ্ঠার সাথে কাজ করেছি। যার ফলে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন অর্জন করায় আসন্ন সিরাজগঞ্জ পৌরসভায় দ্বিতীয় বারে আমাকে নৌকা প্রতিক নিয়ে মেয়র প্রার্থীতার মনোনয়ন পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী ১৬ জানুয়ারি -২০২১ অনুষ্ঠিত পৌর নির্বাচনে আমাকে নৌকা প্রতিক ভোট জয়ী করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমি বিজয়ী হলে পৌর নাগরিকদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সেবা দানে নিজেকে সচেষ্ট থাকবো । উন্নয়নের ধারায় পৌরসভার তিনটি কবরস্থান সহ সকল মসজিদ,মাদ্রাসা অবকাঠামোর উন্নয়ন সহ ইমাম, মুয়াজ্জিন ও খতীবদের সন্মানী ভাতাবৃদ্ধির করা হবে। ইমামদের বাৎসরিক দু’টি ঈদ বোনাস ও প্রদান করার আশ্বাস দেন। মতবিনিময় অনুষ্ঠানে, বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, যুগ্ম -সম্পাদক আব্দুল বারী সেখ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী তালুকদার, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল প্রমুখ । এছাড়াও উপস্থিতি শুভেচ্ছা পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালাম মিয়া, সচিব লুৎফর রহমান, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন পৌর প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। উক্ত মতবিনিময় সভায় প্রায় তিনশতাধিক ইমাম মুয়াজ্জিন খতীব গণ উপস্থিত থেকে মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী’র আগামী নির্বাচনে বিজয়ী লাভের জন্য ও সস্বাস্থ্যে – দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়ামোনাজাত করা হয়েছে।