কুষ্টিয়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা পাখির উপরে রবি সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে।
শুক্রবার রাত নয়টায় এই সন্ত্রাসী হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পাখি তার নির্বাচনী প্রচারণার জন্য নিজের ভাইসহ এলাকায় গণসংযোগ করার সময় রবি ক্যাডার বাহিনী তাকে পেছন থেকে আতঙ্কিত হামলা চালায়। হামলার সময় যারা ছিলেন তারা হলেন, নাসির পিতা মৃত সাদেক আলী, শাহিন পিতা হেজবুল্লাহ, খোকন পিতা জাবেদ আলী, রুবেল পিতা লিয়াকত, বাদশা পিতা মৃত কাশেম মালিথা, বশির পিতা লতিফ, গফুর ও বারেক উভয় পিতা মৃত দানেজ। হামলার সিকার হয়ে রমজান নামে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবি একসময় বিএনপি বড় সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিত। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিভিন্ন নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগে যোগদান করে। কিন্তু বর্তমানে সে আবার বিএনপিপন্থীদের সঙ্গে চলাফেরা বাড়িয়েছে।
এছাড়াও এলাকাবাসীর অভিযোগ যে কোন কাজে বা প্রয়োজনে ত্রিমহোনী বাজারে অবস্থিত লাইট হাউজ নামে তার অফিসে গেলে বাজে ব্যবহার করে তারিয়ে দেওয়া হয়। সেই সাথে গালি মন্দ করতেও শোনা যায় তাকে। সেই কারণে নাগরিক অধীকার থেকে বঞ্চিত হন ১৩নং ওয়ার্ডবাসী।