কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডি থেকে ১২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- খলিসাকুন্ডি গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে শরিফুল ইসলাম ওরফে শরিফ ঠাকুর (৩৫) ও একই গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে মহিরুল ইসলাম ডিপজল (২০)।
এ বিষয়ে খলিসাকুন্ডি ক্যাম্প ইনচার্জ বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক ব্যবসায়ীর একটি দল ফেনসিডিলসহ খলিসাকুন্ডি পুরাতন হাটপাড়া মাথাভাঙ্গা পাশে মাদকদ্রব্য পৌঁছে দিতে অপেক্ষা করছে। ওই সময় অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করা হয়।
এ সময় কয়েক জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।