নিজস্ব প্রতিনিধি।
ইভটিজিং, মাদক,বাল্য বিবাহ রোধ, মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করা সামাজিক সেচ্ছাসেবী সংগঠন, কুষ্টিয়া প্রত্যয় যুব সংঘের সদস্য শাহরিয়ার লাবিব এর শুভ জন্মদিন পালিত হয়েছে। গতকাল সন্ধায় রেডিও জট্টিলের অফিসে আনন্দঘন মূহুর্তের মাধ্যমে কেক কেটে লাবিবের জন্মদিন পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রেডিও জট্টিলের সিইও কে.এম আতিকুজ্জামান ছন্দ, প্রত্যয় যুব সংঘের সভাপতি এস.এম সুমন, সাধারণ সম্পাদক তামজিদ বিশ্বাস তনু। এছাড়াও দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার রিপোর্টার সৌরভ শাহরিয়ার, প্রত্যয় যুব সংঘের সদস্য শাহরিয়ার রাব্বি, রিয়াদ আহমেদ, রাব্বি আহমেদ, আরিয়ান আহমেদ বুলবুল, ইয়াছির আরাফাত, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার অফিস সহকারী রুবেল মল্লিক সহ অন্যান্য রা উপস্থিত ছিলেন।