এনামুল হক ইমন,কুমারখালী কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উপলক্ষে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। এসময় বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষীন শেষে পরিষদের প্রধান গেটে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, বীর মুক্তিযোদ্ধা আবু আহসান বরুন, ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি এটিএম আবুল মনছুর মজনু সহ অনেকে উপস্থিত ছিলেন।