।মুক্তির বার্তা ডেস্ক
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের চৌকষ অভিযানিক দল গতকাল বিকেল ০৪.২৫ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন শিমুলিয়া কুঠিপাড়া গ্রামস্থ জৈনক মোঃ হাবিব মিয়ার মায়ের দোয়া ফার্নিচারের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ট্যাবলেট-১৮০ পিচ মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০২টি সহ ০১ জন আসামী আসাদুজ্জামান @ মিলন (৩৩), পিতা-মোঃ মুঞ্জু সরদার, গ্রাম-জয়গ্রাম, থানা-পাংশা, জেলা- রাজবাড়ীর’কে গ্রেফতার করা হয়। পরর্বতীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার খোকসা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার খোকসা থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও দুপুর ০২.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন উত্তর।