এম,এবি ছিদ্দিক নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নির্বাচনে ভোট গ্রহনের ১৪ ফেব্রুয়ারী নির্ধারন করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি স্থানীয় সরকার (পৌরসভা)বিধিমালা ২০১০ এর বিধি ১০ (১) অনুযায়ী নির্বাচন কমিশন সোনাইমুড়ী পৌরসভার মেয়র, সাধারন কাউন্সিলর ও সংরক্ষি নারী কাউন্সিলর পদে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনের উদ্দেশ্যে এই পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি (রবিবার), মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ জানুয়ারি (মঙ্গলবার) আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি (মঙ্গলবার) পৌরসভার ভোট ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারের আদশক্রমে অধিশাখার উপসচিব মো. আতিয়র রহমান নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়র রহমান স্বাক্ষরিত আদেশে স্বাক্ষর করেন।
স্থানীয় সরকার (পৌরসভা)বিধিমালা ২০১০ এর বিধি ১০ (৫) অনুযায়ী নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলমকে রিটার্নিং অফিসার ও সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদকে সহকারী রিটার্নিং অফিসার নিযুক্ত করা হয়।