ইউসুফ মাহমুদ, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলা খলিসাকুন্ডি পূর্ব শত্রুতার জের ধরে রাজিব কিবরিয়া(৩৩) নামে এক যুবককে প্রতিবেশী চেয়ারম্যান পুত্র বিদ্যুৎ পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। জানা যায় রাজিব তার ফেসবুকে করোনাকালীন সময়ে চেয়ারম্যানের চাল চুরির বিষয়টি তার ফেসবুকে লিখেন। বিচার দিব কার কাছে চাল চুরির মামলায় ফেঁসে গেছে চেয়ারম্যান নিজেই এরই জের ধরে চেয়ারম্যানের ছেলে নুর বিশ্বাস বিদ্যুৎ সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গত রাত ১১ টার দিকে বাবুলের চায়ের দোকানের সামনে প্রাইভেটকার গাড়িতে করে পাঁচ থেকে ছয় জন এসে রাজীবকে পরিকল্পিতভাবে হামলা চালায়। তার গাড়ির ডাইভার তার সঙ্গে ছিলেন। নামে অপরিচিত একজন পিস্তল বের করে রাজিবের মুখে ধরেন এবং বিদ্যুৎ রোড দিয়ে রাজীবকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তার আশেপাশের লোকজন সরোজমিনে থাকলেও অস্ত্রের ভয় কেউ এগিয়ে আসেননি। এবং রাজিব কে পরবর্তীতে বাবুলের চায়ের দোকান থেকে শাহিন এর ঔষধের দোকান পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। পরবর্তী বাজারের নাইট গাট বিদ্যুতের হাত পাও ধরে যে আজকের মত ছেড়ে দাও। তা না হলে ও মারা যাবে এখানে ১০থেকে ১৫ জন উপস্থিত ছিল।জানা যায় পরবর্তীতে চেয়ারম্যান সিরাজুল বিশ্বাস চাউল চুরি অপরাধে অভিযুক্ত হয়ে স্বনির্ভর মামলা হয় এবং পরবর্তী সে জেলে জান। এবং চেয়ারম্যানের ছেলে নুর বিশ্বাস বিদ্যুৎ পুলিশ ফাঁড়ি ভাঙচুর মামলায় জেলে যান। কিন্তু অস্ত্রের কারণে কেউই রাজীবকে সাহায্য করতে এগিয়ে আসেননি এখন রাজিব হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এদিকে রাজিব এর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি পরিবারের। এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে সন্ত্রাসীদের বিচার হয়। প্রশাসনের কাছে দাবি পরিবারের এসব অস্ত্র উৎস কোথায়।