এনামুল হক ইমন :
“খেলাধুলা আকড়ে ধরি মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রত্যয়কে সামনে নিয়ে চাপড়া ইউনিয়ন যুব সংঘ কর্তৃক আয়োজিত বীর মুক্তিযুদ্ধা সালাহউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ অক্টোবর বিকেল ৩.০০ ঘটিকার সময় কুমারখালী উপজেলায় চাপড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বাধবাজার কাঞ্চনপুর ফুটবল মাঠ প্রাঙ্গনে এই ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
কুমারখালী উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান জনাব সালাহউদ্দিন খান তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও কুমারখালী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চাপড়া ইউনিয়নের কৃতি সন্তান তারিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে এই খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা ও পুরষ্কার বিতরন করা হয় । এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি ও কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র হারুন অর রশিদ হারুন,কুমারখালী উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব সিরাজুল ইসলাম ভুট্টো, কুমারখালি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব রাসেল হোসেন,চাপড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রকোনুজ্জামান রাকিব সহ স্থানীয় আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
উক্ত ফাইনাল খেলায় পাইকপাড়া যুব স্পোটিং ক্লাব টাইব্রেকারের তরুণ যুব ক্রিড়া সংঘকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন খান তারেক বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার উপর যে গুরুত্ব আরোপ করেছেন তা অনস্বীকার্য। তিনি আরও বলেন যুবসমাজ যাতে মাদকের দিকে না যা সেই জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। এতো সুন্দর একটি টুর্ণামেন্ট উপহার দেওয়ার জন্য, যুবসমাজকে মাদকমুক্ত অপরাধমুক্ত ও ক্রীড়ামুখী করার লক্ষে সম্মানিত খেলোয়ারবৃন্দ ও সমগ্র দর্শকবৃন্দ সহ আয়োজক “চাপড়া ইউনিয়ন যুবসংঘ ” কে তিনি তার ব্যাক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।